Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুন ২০১৯

প্রেস অ্যাপিলেট বোর্ডে আপিল দায়ের করার নিয়মাবলী

দ্য প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন এবং যুক্তিসংগত কারণ ব্যতিরেকে জেলা ম্যাজিস্ট্রেট ডিক্লারেশেন প্রদান না করলে কিংবা বাতিল করলে এ সংক্রান্ত সকল আপিল প্রেস অ্যাপিলেট বোর্ডের মাধ্যমে নিস্পত্তি করা হয়। দ্য প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস (ডিক্লারেশন এন্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ (১৯৭৩ সনের ২৩নং আইন) এর সংযোজিত ১৯৯১ সনের ৮নং আইনের পার্ট ১অ এর ২অ ধারা অনুযায়ী সরকার প্রেস অ্যাপিলেট বোর্ড গঠন করে থাকে। পদাধিকার বলে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান প্রেস অ্যাপিলেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবের নিম্নে নহে এমন একজন কর্মকর্তা এবং প্রেস কাউন্সিল এর একজন সদস্যকে সদস্য করে প্রেস অ্যাপিলেট বোর্ড গঠন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ডিক্লারেশন বাতিল এবং ডিক্লারেশন প্রদানের অস্বীকৃতি বিরুদ্ধে প্রেস অ্যাপিলেট বোর্ডের মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করতে হয়। আপিল দায়েরের নিয়মাবলী:


১) যদি জেলা ম্যাজিস্ট্রেট কোনো পত্রিকার ডিক্লারেশন বাতিল করে, তবে ক্ষতিগ্রস্থ ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত ডিক্লারেশন বাতিল সংক্রান্ত আদেশের তারিখ হতে ৬০ (ষাট) দিনের মধ্যে প্রেস অ্যাপিলেট বোর্ডের মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন। প্রেস অ্যাপিলেট বোর্ড শুনানী করে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।


২) যদি জেলা ম্যাজিস্ট্রেট ডিক্লারেশন অনুমোদন করতে অস্বীকার করে, তবে ঘোষণাকারী ব্যক্তি এই প্রত্যাখ্যানের ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রেস অ্যাপিলেট বোর্ড বরাবর আপিল করতে পারবেন, প্রেস অ্যাপিলেট বোর্ড শুনানী করে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।


৩) যদি জেলা ম্যাজিস্ট্রেট ৬০ (ষাট) দিনের মধ্যে ঘোষণাপত্র অনুমোদন করতে ব্যর্থ হয়, তবে ঘোষণাকারী ব্যক্তি ঘোষণাটি অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়ার জন্য প্রেস অ্যাপিলেট বোর্ড বরাবর আবেদন করতে পারবেন এবং প্রেস অ্যাপিলেট বোর্ড এই ধরনের আবেদনকে যথাযথ মনে করতে পারবে।


Share with :

Facebook Facebook