১৭ নভেম্বর ভারতের নয়াদিল্লীতে সাউথ এশিয়ান এলায়েন্স অব প্রেস কাউন্সিলস (SAAPC) গঠনের প্রাথমিক প্রক্রিয়া সুসম্পন্ন হয় এবং এ সংক্রান্ত একটি সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন প্রেস কাউন্সিল এর বিজ্ঞ দুই সদস্য জনাব রিয়াজউদ্দিন আহমেদ (সম্পাদক, দি নিউজ টুডে) ও জনাব মনজুরুল আহসান বুলবুল (বিএফইউজে’র সভাপতি ও সিইও, একুশে টিভি)। সভায় এলায়েন্স এর গঠনতন্ত্র এবং রোডম্যাপ এর প্রাথমিক প্রস্তাবনা উত্থাপন করা হয় এবং এলায়েন্সভুক্ত সকল দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা শেষে গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এবিষয়ে বাংলাদেশের প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জনাব মনজুরুল আহসান বুলবুল এর প্রস্তাবনায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান এর সমর্থনে এবং সর্বসম্মতিক্রমে নির্বাচন না হওয়া পর্যন্ত এলায়েন্স এর চেয়ারম্যান মনোনীত হন ভারতের প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি চন্দ্র মৌলি কুমার প্রসাদ। এর পূর্বে গত ১৬ নভেম্বর ২০১৭ ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস (WAPC) এর একটি সভাও অনুষ্ঠিত হয়, যে সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিল নির্বাহী কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০১৮খ্রি. তারিখে সাউথ এশিয়ান এলায়েন্স অব প্রেস কাউন্সিলস (SAAPC) এর গঠনতন্ত্রের একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশে আয়োজন করা হবে এবং এলায়েন্সভুক্ত সকল দেশের প্রতিনিধিবৃন্দ সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।